বিদ্রোহ করে ক্ষমা পাওয়া ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিনকে শাস্তি দেয়ার সম্ভাবনা এখনও রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ প্রসঙ্গে কী ধরনের আচরণ করবেন তা ঠিক করতে সময় নিচ্ছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস।
রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ এক মাস আগে বিদ্রোহ করে রোস্তভ-অন-দন শহর দখলে নেয়। এরপর দেশটির সামরিক নেতৃত্বকে হটাতে রাজধানী অভিমুখে অগ্রসর হতে শুরু করে।
এ পরিস্থিতিতে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় ক্ষান্ত হন ওয়াগনারপ্রধান ইয়েভগিনি প্রিগোজিন। তাকে দলবলসহ বেলারুশে চলে যাওয়ার সুযোগ দেয়া হয়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন, শত্রুরা চেয়েছে রাশিয়ার জনগণ ভাই হত্যায় মেতে উঠুক। কিন্তু নাগরিকরা দেশপ্রেমে বলীয়ান হওয়ায় তা সম্ভব হয়নি। ওয়াগনার গ্রুপ বিদ্রোহে ক্ষান্ত দিয়ে বেলারুশে ফিরে যাওয়ায় তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না।
রক্তপাত এড়াতে ওয়াগনার প্রধানসহ সবাইকে ক্ষমা করে দেয়া হয় বলে জানানো হয়।
সিআইএ প্রধান বলেন, ‘এ বিদ্রোহ পুতিনের নিয়ন্ত্রিত ক্ষমতার বিশেষ দুর্বলতা প্রকাশ্যে এনেছে। পুতিন এখনও ওয়াগনারপ্রধানের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার সবচেয়ে ভালো সময়টা খুঁজছেন।’
অ্যাস্পেন সিকিউরিটি ফোরামকে বৃহস্পতিবার এসব কথা বলেন সিআইএ প্রধান উইলিয়াম বার্নস।
তিনি আরও বলেন, ‘আফ্রিকা, লিবিয়া, সিরিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার প্রভাব ধরে রাখতে ওয়াগনার সেনারা গুরুত্বপূর্ণ। সুতরাং তাদের নির্মূল নয় বরং ইয়েভগিনি প্রিগোজিনকে নেতৃত্ব থেকে সরানোর চেষ্টা করা হবে। এরপর প্রতিশোধটি নেবেন পুতিন।‘
সিআইএ প্রধান বলেন, ‘সাধারণত পুতিন নীরবে প্রতিশোধ গ্রহণের মানসিকতা ধারণ করেন। আমার অভিজ্ঞতা বলছে, প্রতিদান দিতে পুতিন ওস্তাদ। তাই ওয়াগনারপ্রধান এ শাস্তি এড়িয়ে যেতে পারলে আমি অবাক হব।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও পুতিনের প্রতিশোধ প্রবণতা নিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন। তিনি বলেন, ‘ওয়াগনারপ্রধানকে বিষ দেয়া হতে পারে। তার জায়গায় আমি হলে কী খাচ্ছি সে ব্যাপারে সতর্ক হতাম। সব সময় খাবারের মেন্যুতে নজর রাখতাম।‘
সিআইএ প্রধান বাইডেনের ওই বক্তব্যেরই প্রতিধ্বনি করেন। তিনি বলেন, ‘আমি যদি প্রিগোজিন হতাম, আমার খাবারের স্বাদ যাচাইকারীকে বরখাস্ত করতাম না।’