ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে ভবন ধসে ১৪ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির পারনামবুকো রাজ্যের পাউলিস্তা শহরে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।
জীবিতদের উদ্ধারে চালানো তল্লাশি অভিযান শেষে শনিবার প্রাণহানির সংখ্যা নিশ্চিত করে ফায়ার সার্ভিস। এএফপির বরাতে বাসস এ খবর জানায়।
সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, একটি বৃহৎ হাউজিং কমপ্লেক্সের সঙ্গে যুক্ত তিন তলাবিশিষ্ট ভবনটি ঝুঁকির কারণে ২০১০ সালে বন্ধ করে দেয়া হয়। এরপরও অবৈধভাবে কিছু লোক সেখানে বসবাস করে আসছিলেন।
এর আগে এপ্রিলে এই রাজ্যের অলিন্দা শহরে একই ধরনের ঝুঁকিপূর্ণ একটি ভবন ধসে ছয়জনের মৃত্যু হয়।
পারনামবুকোর গভর্নর রাকুয়েল লিরা টুইটবার্তায় শোক প্রকাশ করেন। তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সহায়তার প্রতিশ্রুতি দেন।