চলতি বছরের প্রথম ছয় মাসে ব্রাজিলে আমাজন বন উজাড়করণ ৩৪ শতাংশ কমেছে বলে সরকারি প্রাথমিক ডেটায় উঠে এসেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার প্রকাশিত ডেটা অনুযায়ী, গত চার বছরের মধ্যে এ বছরের ছয় মাসে সবচেয়ে কম উজাড় করা হয়েছে আমাজনকে।
ব্রাজিলের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইনপে জানায়, গত ছয় মাসে চিরহরিৎ বনের দুই হাজার ৬৪৯ বর্গকিলোমিটার অংশ উজাড় করা হয়েছে। উজাড়করণের দিক থেকে ২০১৯ সালের পর ছয় মাসের হিসাবে এটিই সবচেয়ে কম।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বন উজাড়করণ অপেক্ষাকৃত কম হলেও গত ছয় মাসে যে পরিমাণ জায়গা গাছপালাশূন্য করা হয়েছে, এটি আয়তনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির তিন গুণের বেশি। সংখ্যাটি বন উজাড়করণ সম্পূর্ণ বন্ধে ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভার সামনে থাকা চ্যালেঞ্জকে তুলে ধরল।
আমাজন উজাড়করণ কমার বিষয়ে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (ডব্লিউডব্লিউএফ) ব্রাজিলের বিশ্লেষক ড্যানিয়েল সিলভা বলেন, ‘এটি (উজাড়করণ কমা) খুবই ইতিবাচক, তবে আমরা অব্যাহতভাবে খুবই উচ্চ পর্যায়ের উজাড়করণ পাচ্ছি।’
চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন লুলা দা সিলভা। তিনি ২০৩০ সালের মধ্যে আমাজন উজাড়করণ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন।