বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাশিয়ায় ভ্রাতৃহত্যা দেখতে চেয়েছিল পশ্চিমারা: পুতিন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৭ জুন, ২০২৩ ১৩:৪৩

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘এটা ঠিক যে রাশিয়ার শত্রুরা ভ্রাতৃহত্যা দেখতে চেয়েছিল। কিয়েভের নব্য নাৎসি ও তাদের পশ্চিমা পৃষ্ঠপোষক এবং দেশের বিশ্বাসঘাতকরা চেয়েছিল রুশ সৈন্যরা একে অপরকে হত্যা করুক।’

পশ্চিমারা চেয়েছিল রাশিয়ার নগরিকরা একে অপরকে হত্যা করুক। কিন্তু তারা ভুল হিসাব-নিকেশ করেছিল বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এএফপির সোমবারের প্রতিবেদনের বরাতে বাসস জানায়, ওয়াগনার গ্রুপের বিদ্রোহের শান্তিপূর্ণ সমাধানের পর জাতির উদ্দেশে দেয়া ভাষণে পুতিন ইউক্রেন এবং তাদের পশ্চিমা মিত্রদের ইঙ্গিত করে এসব বলেন।

টেলিভিশনে দেয়া ওই ভাষণে রাশিয়ার নাগরিকদের দেশপ্রেমের জন্য ধন্যবাদ জানিয়ে পুতিন বলেন, ‘ঘটনার শুরু থেকেই বড় ধরনের রক্তপাত এড়াতে আমার নির্দেশে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।’‘এটা ঠিক যে রাশিয়ার শত্রুরা ভ্রাতৃহত্যা দেখতে চেয়েছিল। কিয়েভের নব্য নাৎসি ও তাদের পশ্চিমা পৃষ্ঠপোষক এবং দেশের বিশ্বাসঘাতকরা চেয়েছিল রুশ সৈন্যরা একে অপরকে হত্যা করুক।’

পুতিন বলেন, তিনি দেশে রক্তপাত এড়াতে আদেশ জারি এবং ওয়াগনার যোদ্ধাদের সাধারণ ক্ষমা মঞ্জুর করেন। ওয়াগনার যোদ্ধাদের বিদ্রোহ তার দুই দশকের শাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল।

তিনি আরও বলেন, এখন ওয়াগনার যোদ্ধারা রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে বা বেলারুশে চলে যেতে, এমনকি তাদের বাড়িতে ফিরে যেতে পারেন। যোদ্ধাদের কোনো আদালতে বিচারের মুখোমুখি হতে হবে না।পুতিন এক বৈঠকে সশস্ত্র বিদ্রোহ চলাকালে তার দেশের নিরাপত্তা কর্মকর্তাদের কাজের জন্য ধন্যবাদ জানান।

ওয়াগনার গ্রুপের বিদ্রোহের প্রধান লক্ষ্য ছিল প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

এ ছাড়া বিদ্রোহের প্রথম পর্যায়ে ওয়াগনার গ্রুপের অগ্রযাত্রা ঠেকাতে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের পাইলটের প্রতি সম্মান জানান পুতিন। তিনি বলেন, ‘পাইলটের সাহস ও আত্মত্যাগ জাতিকে ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা করেছে। তিনি উপযুক্ত সম্মান পাবেন।’

ভাষণে পুতিন বেলারুশের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। এ ছাড়া বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে নিয়েও মন্তব্য করেন। তবে ওই ভাষণে একবারের জন্য পুতিন ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিনের নাম উচ্চারণ করেননি।

প্রিগোজিন বিভিন্ন সময় রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ করে বক্তব্য দেন। সেখানেও তিনি পুতিনের নাম উচ্চারণ না করেই ক্ষোভ প্রকাশ করেন।

এ বিভাগের আরো খবর