বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’: আহত ২২, উপড়াল গাছ খুঁটি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ জুন, ২০২৩ ০৯:০১

ঘূর্ণিঝড়ে ভারি বৃষ্টি ও দমকা বাতাসে গুজরাটের বিভিন্ন স্থানে ৫২৪টির বেশি গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে। খুঁটি উপড়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে প্রায় ৯৪০টি গ্রাম।

ভারতের গুজরাটে বৃহস্পতিবার আঘাত হানা ঘূর্ণিঝড় বিপর্যয়ে কমপক্ষে ২২ জন আহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

ঝড়ে উপড়ে পড়েছে বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ঘূর্ণিঝড়ে শুক্রবার সন্ধ্যায় রাজস্থানে গিয়ে নিম্ন চাপে পরিণত হতে পারে।

আইএমডি জানায়, তীব্রতা কমে ‘অতি প্রবল’ থেকে ‘প্রবল’ রূপ নিয়েছে ঘূর্ণিঝড়টি।

আইএমডির আবহাওয়া বিভাগের মহাপরিচালক ম্রুত্যুঞ্জয় মহাপাত্র বলেন, ‘সমুদ্র থেকে ভূমিতে গিয়ে ঘূর্ণিঝড়টি এখন সৌরাষ্ট্র ও কুচে অবস্থান নিয়েছে। ঘূর্ণিঝড়ের তীব্রতা কমে ঘণ্টায় ১০৫ থেকে ১১৫ কিলোমিটার হয়েছে।’

ঘূর্ণিঝড়ে ভারি বৃষ্টি ও দমকা বাতাসে গুজরাটের বিভিন্ন স্থানে ৫২৪টির বেশি গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে। খুঁটি উপড়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে প্রায় ৯৪০টি গ্রাম।

আরব সাগরে ১০ দিনের বেশি অবস্থানের পর বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাটের জাখাও বন্দরের কাছে আঘাত হানে ঘূর্ণিঝড় বিপর্যয়। ঝড়ে ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ১২৫ থেকে ১৪০ কিলোমিটার।

আঘাত হানার কয়েক ঘণ্টা পর ঘূর্ণিঝড়টির দুর্বল হতে থাকে। বৃহস্পতিবার রাত আড়াইটায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

এ বিভাগের আরো খবর