পূর্ব-মধ্য আরব সাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ঘণ্টায় ৫ কিলোমিটার গতিতে উত্তর দিকে এগোচ্ছে জানিয়ে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) রোববার বলেছে, এটি চরম প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
রাষ্ট্রীয় সংস্থাটি স্থানীয় সময় রোববার ভোররাত ৪টার দিকে জানায়, বিপর্যয় উত্তর দিকে অগ্রসর হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ১৫ জুন দুপুরের দিকে পাকিস্তানের কাছাকাছি এলাকা এবং তৎসংলগ্ন গুজরাটের সৌরাষ্ট্র ও কুচ উপকূল অতিক্রম করতে পারে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি শনিবার রাত আড়াইটার দিকে মুম্বাই উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, পোরবন্দর থেকে ৫১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, দোয়ারকা উপকূল থেকে ৫৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, নালিয়া উপকূল থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পাকিস্তানের করাচি থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
সংস্থাটি আরও জানায়, ঘূর্ণিঝড় বিপর্যয় পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে চরম প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এদিকে ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে পাকিস্তানের করাচি পোর্ট ট্রাস্ট (কেপিটি) ‘রেড অ্যালার্ট’ জারি করেছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
এক বিবৃতিতে জাহাজ ও বন্দরের স্থাপনাগুলোর জন্য ‘জরুরি নির্দেশনা’ দেয় কেপিটি।