যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিচমন্ডে মঙ্গলবার বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
একটি হাই স্কুলে পাস করা শিক্ষার্থীদের সনদ প্রদান অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় এ হামলা হয়।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, হামলাকারীর কাছে চারটি হ্যান্ডগান ছিল।
পুলিশ জানিয়েছে, ১৯ বছর বয়সী হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই যুবক ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে একটি থিয়েটারে হুগুনট হাই স্কুলের সনদ বিতরণ অনুষ্ঠান থেকে বের হওয়া লোকজনের ভিড়ের মধ্যেই পরিচিত একজনকে গুলি করেন।
রিচমন্ড পুলিশের অন্তর্বর্তীকালীন প্রধান রিক এডওয়ার্ডস সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তারকৃতকে পরিকল্পিত নয় এমন হত্যার দুটি অভিযোগের পাশাপাশি অন্যান্য অভিযোগে অভিযুক্ত করা হতে পারে।
হামলাকারীর আচরণকে ‘ন্যক্কারজনক’ ও ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছেন এডওয়ার্ডস।
যুক্তরাষ্ট্রে স্কুল, বিপণি বিতান কিংবা গির্জার মতো জনসমাগমস্থলে বন্দুক হামলা নতুন কিছু নয়। ভার্জিনিয়ার ঘটনাটি নিয়ে দেশটিতে ২০২৩ সালের প্রথম ১৫৭ দিনে বন্দুক সহিংসতার ২৭৯টি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গান ভায়োলেন্স আর্কাইভ নামের একটি সংস্থা।