ভারতের বিহার রাজ্যের ভাগলপুরে রোববার সন্ধ্যায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছে চার লেনের নির্মাণাধীন একটি সেতু।
এ নিয়ে এক বছরের মধ্যে দুইবার রাজ্যে সেতু ধসে পড়ার ঘটনা ঘটল।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, সেতু ধসে পড়ার দৃশ্যটি ক্যামেরায় ধারণ করেছেন কেউ কেউ। এ ঘটনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সেতুতে ধসের বিষয়টি তদন্তের নির্দেশ দিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছেন, দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ভাগলপুর জেলা প্রশাসক সুব্রত কুমার সেন বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘হ্যাঁ, আমি খবর পেয়েছি নির্মাণাধীন আগুয়ানী-সুলতানগঞ্জ সেতুর চার থেকে পাঁচটি পিলার ধসে পড়েছে। প্রশাসন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে।’
সেতু ধসে পড়ার ঘটনাটিকে সামনে এনে বিহার রাজ্য বিজেপির সভাপতি সম্রাট চৌধুরী অভিযোগ করেন, নীতিশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকারে অবাধে দুর্নীতি চলছে।
গত বছরের ডিসেম্বরে বিহারের বেগুসরাই জেলায় সেতু ধসে বুরহি গন্দক নদীতে পড়ে। সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত না হওয়ায় ওই দুর্ঘটনায় কারও প্রাণ যায়নি।