ভারতের ওড়িশার বালেশ্বরে ব্যাপক প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনায় অত্যন্ত ব্যথিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে বাইডেন এ মন্তব্য করেন।
ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে প্রায় ১৭০ কিলোমিটার উত্তরে বালেশ্বরের বাহাঙ্গা বাজারে শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার শিকার হয় তিনটি ট্রেন। ভারতের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় এ দুর্ঘটনায় কমপক্ষে ২৮৮ জন নিহত ও ১ হাজার এক শর বেশি যাত্রী আহত হন।
বাইডেন বলেন, ‘ভারতে প্রাণঘাতী ট্রেনের সংঘর্ষের বেদনায়ক খবর শুনে (ফার্স্ট লেডি) জিল ও আমি অত্যন্ত ব্যথিত। স্বজন হারানো লোকজন ও ভয়াবহ দুর্ঘটনায় আহত হওয়া অনেকের জন্য আমাদের প্রার্থনা।’
ওড়িশায় শুক্রবারের ওই দুর্ঘটনার পর থেকে শোক জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান। তাদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ অনেকে।