বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাইডেন আসবেন না, বাতিল কোয়াড সম্মেলন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৭ মে, ২০২৩ ১৭:২১

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এ্যান্থনি আলবানিস বলেন, ’২৪ মে বাইডেনের না আসার সিদ্ধান্ত হতাশাজনক। ভারত ও জাপানের প্রধানমন্ত্রী অংশ নিতে প্রস্তুত ছিলেন।’

অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও ‍যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত নিরাপত্তা জোট কোয়াডের সম্মেলন বাতিল করা হয়েছে।

আগামী সপ্তাহে সিডনিতে ওই চার দেশের শীর্ষ নেতাদের বৈঠক হওয়ার কথা ছিল।

সব গোছগাছ শেষে মঙ্গলবার হঠাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আসবেন না বলে জানান।

এর একদিন পরই বুধবার আয়োজক দেশ অস্ট্রেলিয়া সম্মেলন বাতিলের ঘোষণা দেয়।

আল জাজিরার প্রতিবেদনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এ্যান্থনি আলবানিসকে উদ্ধৃত করে জানানো হয়, জো বাইডেন ওয়াশিংটনে ‘ঋণ সংকট’ বিষয়ে আলোচনায় অংশ নিতে তার এশিয়া সফর বাতিল করেছেন। বাইডেনের পাপুয়া নিউগিনিতেও সফরের কথা ছিল।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এ্যান্থনি আলবানিস বলেন, ’২৪ মে বাইডেনের না আসার সিদ্ধান্ত হতাশাজনক। ভারত ও জাপানের প্রধানমন্ত্রী অংশ নিতে প্রস্তুত ছিলেন। বাইডেনের সফর বাতিলের অর্থ হলো, চারজনের তিনজন এলেও তুমি সম্মেলনটির আয়োজন করতে পারবে না।’

তবে অস্ট্রেলিয়ায় কোয়াডের সম্মেলন না হলেও চার নেতার বৈঠক হবে। জাপানের হিরোশিমায় জি-৭-এর সম্মেলনের ফাঁকে কোয়াড নেতাদের আলোচনার ব্যবস্থা করা হবে।

এ্যান্থনি আলবানিস বলেন, ‘কোয়াড গুরুত্বপূর্ণ। আমরা চাই এর আলোচনা শীর্ষ পর্যায়ে হোক।’

কোয়াড ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি অনানুষ্ঠানিক জোট। অঞ্চলটিতে চীনের উত্থান ঠেকানোর পদক্ষেপ হিসেবে কোয়াডকে বিবেচনা করে দেশটি।

এ বিভাগের আরো খবর