বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেক্সিকোতে পাহাড় থেকে বাস খাদে পড়ে নিহত ১৮

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ মে, ২০২৩ ০৯:৪৮

স্থানীয় সময় শনিবার রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় নায়ারিত রাজ্যের রাজধানী টেপিক এবং পর্যটন এলাকা পুয়ের্তো ভাল্লার্তার সংযোগকারী একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মেক্সিকোতে একটি বাস পাহাড় থেকে খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় নায়ারিত রাজ্যের রাজধানী টেপিক এবং পর্যটন এলাকা পুয়ের্তো ভাল্লার্তার সংযোগকারী একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

এক টুইটবার্তায় নায়ারিতের প্রসিকিউটর অফিস জানিয়েছে, রাতে এই দুর্ঘটনা ঘটেছে। বাসটি ১৫ মিটার নিচে পড়ে গেছে।

এতে বলা হয়, প্রথম মুহূর্ত থেকেই আমরা ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিভিন্ন ফেডারেল এবং রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করেছি।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ১১ জন নারী, বাকি আটজন পুরুষ। অন্তত ১১টি শিশুকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর