অস্ট্রেলিয়ার কেয়ার্নস থেকে নর্দার্ন টেরিটরিগামী একটি উড়োজাহাজে মারামারির ঘটনায় চার যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
নিউজ ডটকম ডটএইউর প্রতিবেদনে জানানো হয়, গত ২০ এপ্রিল যাত্রীদের মারামারির ঘটনায় ফ্লাইটটিকে জরুরি অবতরণ করাতে হয়।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের (এএফপি) এক মুখপাত্র সংবাদমাধ্যমটিকে জানান, কেয়ার্নস থেকে গ্রুট এইল্যান্টগামী ফ্লাইটের একটি ঘটনায় পুলিশ ডাকা হয়।
উড়োজাহাজে মারামারির একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যায়, একদল যাত্রী সিটের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছেন।
ফুটেজে দেখা যায়, এক যাত্রীর হাতে বোতল। এ দিয়ে দৃশ্যত তিনি আরেক যাত্রীকে আঘাত করতে চাইছেন।
এ ঘটনার পর উড়োজাহাজটিকে কুইন্সল্যান্ডে অবতরণ করানো হয়। সেখানে এক নারী যাত্রীকে অভিযুক্ত করা হয়। ওই নারীর বিরুদ্ধে উচ্ছৃঙ্খল আচরণ, সাধারণ হামলা ও কেবিন ক্রুর নির্দেশনা অমান্যের অভিযোগ আনা হয়।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমটি জানায়, জরুরি অবতরণের পর উড়োজাহাজটি ফের উড্ডয়ন করে। ওই সময় একই যাত্রীরা আবার তর্কাতর্কি শুরু করে, যা হাতাহাতি ও জানালা ভাঙচুরের মধ্য দিয়ে শেষ হয়।
পরবর্তী সময়ে নর্দার্ন টেরিটরির পূর্ব উপকূলে গ্রুট এইল্যান্টের অ্যালিয়াঙ্গুলায় বিমানটি অবতরণের পর তিন যাত্রীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।