পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াতে একটি থানায় বিস্ফোরণে আট পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
বিস্ফোরণে আহত হয়েছেন ২০ জনের বেশি মানুষ।
স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে বলে জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে বলা হয়, সোয়াতের কাবালে পুলিশের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) থানায় বিস্ফোরণটি আত্মঘাতী বোমা হামলার কারণে হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আখতার হায়াত খান বলেন, প্রদেশজুড়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের উচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
এর আগে জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) শফি উল্লাহ জানান, দুটি বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে থানা ভবন।
সিটিডির ডিআইজি খালিদ সোহাইল জানান, ভবন ধসে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বিস্ফোরণের নিন্দা জানিয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।
তিনি বলেন, এ সন্ত্রাসের মূলোৎপাটন করা হবে।
পাকিস্তানে সম্প্রতি বেড়েছে সন্ত্রাসী হামলা। সন্ত্রাসীরা দেশটির আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। পাল্টা ব্যবস্থা হিসেবে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানও বাড়িয়েছে নিরাপত্তা বাহিনীগুলো।