বাংলাদেশের আকাশে শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার দেশজুড়ে উদযাপন হবে ঈদুল ফিতর। বাংলাদেশের এক দিন আগে ঈদ উদযাপন করেছেন মুসলিমপ্রধান বিভিন্ন দেশের মানুষ। সেই উদযাপনের চিত্র ধরা পড়েছে বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরায়।
আফগানিস্তানের রাজধানী কাবুলে ঈদ উপলক্ষে কোলাকুলি। ছবি: ইপিএ-ইএফই
ঈদুল ফিতরের দিন আল-আকসা মসজিদে সেলফি নিচ্ছেন ফিলিস্তিনি এক নারী। ছবি: রয়টার্স
কেনিয়ার নাইরোবিতে মসজিদ সালামে ইবাদতরত মেহেদি পরা এক নারী। ছবি: রয়টার্স
সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে দ্বন্দ্বের মধ্যেই সুদানের রাজধানী খার্তুমের আল-হারা আল-রাবা মসজিদে ঈদের নামাজের জন্য সমবেত হন মুসল্লিরা। ছবি: এএফপি
ঈদুল ফিতরের নামাজ আদায়ে আলবেনিয়ার তিরানার স্ক্যান্দারবেগ চত্বরে জড়ো হন হাজারো মুসল্লি। ছবি: রয়টার্স
তুরস্কের ইস্তাম্বুলের আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদের সামনে পারিবারিক সেলফি। ছবি: ইপিএ-ইএফই
গত বছর বিশ্বকাপ ফুটবল ম্যাচ আয়োজন করা কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে ঈদুল ফিতরের নামাজে মুসল্লিরা। ছবি: রয়টার্স
সার্বিয়ার বেলগ্রেডের প্রাণকেন্দ্রে বাজরাকলি মসজিদে ঈদের জামাতে মুসল্লিরা। ছবি: রয়টার্স
ঈদের নামাজের পর মিসরের কায়রোর এল-সেদ্দিক মসজিদের বাইরে বেলুন উড়িয়ে উদযাপন। ছবি: রয়টার্স