‘মোদি’ পদবি নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার মামলায় সাজা স্থগিত চেয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর করা আবেদন খারিজ করে দিয়েছে ভারতের একটি আদালত।
বৃহস্পতিবার গুজরাটের সুরাটের দায়রা জজ আদালতের এই আদেশের ফলে তিনি লোকসভার সদস্যপদ আপাতত ফিরে পাচ্ছেন না বলে জানিয়েছে এনডিটিভি।
২০১৯ সালে কর্ণাটকের এক জনসভায় ‘সব মোদি চোর’ মন্তব্যের জন্য আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল। দুই বছরের কারাদণ্ডের আদেশের কারণে সংসদ সদস্য পদও হারিয়েছেন তিনি।
প্রতিবেদেন বলা হয়, আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুরাটের দায়রা আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাহুল। তবে বৃহস্পতিবার বিচারক আরপি মোগেরা রাহুলের আবেদন খারিজ করে দেন।
গত ২৩ মার্চ সুরাটের আদালতে রাহুলের বিরুদ্ধে রায় ঘোষণা হয়। ওইদিন কারাদণ্ডের নির্দেশের পরপরই রাহুল গান্ধীকে ৩০ দিনের জামিন দেয়া হয়। এই সময়ের মধ্যে আদালতে রায় নিয়ে আপিল করার সুযোগ দেয়া হয় তাকে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে প্রচারের সময় রাহুল গান্ধী নরেন্দ্র মোদিকে নিয়ে মানহানিকর বক্তব্য দেন বলে অভিযোগ। রাহুল বলেছিলেন, সব মোদি কেন চোর হয়?
বলা হয়, তিনি নরেন্দ্র মোদির সঙ্গে, নীরব মোদি, ললিত মোদিকে বোঝাতে এই মন্তব্য করেছিলেন। তবে এতে মোদি পদবীর সবার অপমান হয়েছে বলে অভিযোগ ওঠে। এ অভিযোগ তুলে সুরাটের এক আদালতে রাহুল গান্ধীর নামে মামলা হয় তখন।
রাহুলের মন্তব্যের পরিপ্রেক্ষিতে অপরাধমূলক মানহানির মামলা করেন গুজরাটেরর সাবকে মন্ত্রী বিজেপি বিধায়ক পূর্ণেন্দু মোদি। মামলাকারীর অভিযোগ ছিল, পুরো মোদি সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল।