ছয় মাসের অভিযানে গত মার্চে মহাকাশে যান আলনিয়াদী। তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, মক্কা ও মদিনা শহরটি জ্বলজ্বল করছে আলোতে।
মধ্যপ্রাচ্যে সোমবার পালিত হয়েছে শবে কদর। এদিন সংযুক্ত আরব আমিরাতের নভোচারী সুলতান আলনিয়াদী মহাকাশ থেকেপবিত্র মক্কা ও মদিনা নগরীর অপূর্ব ভিডিও পাঠিয়েছেন।
যা সামাজিক যোগাযোগমাধ্যমে এরইমধ্যে ভাইরাল হয়েছে।
ছয় মাসের অভিযানে গত মার্চে মহাকাশে যান আলনিয়াদী। তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, মক্কা ও মদিনা শহরটি জ্বলজ্বল করছে আলোতে। উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা দিয়ে ধারণ করা ভিডিওতে মদিনা শহরের ভবনের আলো এবং কয়েকটি সড়কও স্পষ্ট দেখা যাচ্ছিল।
ভিডিওটির শেষে নভোচারী আলনিয়াদী বলেন, ‘ শহরগুলো তারকার মতো জ্বলজ্বল করছে। আমার জীবনে দেখা অন্যতম সুন্দর দৃশ্য এটি। মক্কা, মদিনা স্যালুট জানাচ্ছি।’