স্থানীয় কর্তৃপক্ষ জানায়, যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার অভাবেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত করা হচ্ছে। আগুনের ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আবাসিক একটি ভবনে আগুনে পুড়ে ১৬ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দুবাইয়ের আল-রাস এলাকায় স্থানীয় সময় শনিবার দুপুরে একটি আবাসিক ভবনের চার তলায় আগুন লাগে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার অভাবেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত করা হচ্ছে। আগুনের ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
দুবাই সংযুক্ত আরব আমিরাতের একটি আমিরাত। এখানে প্রায় ৩৩ লাখ মানুষের বাস, যার মধ্যে ৯০ শতাংশ বিদেশি।
হতাহত ব্যক্তিরা কোন দেশের তা বিস্তারিত জানানো হয়নি।