উত্তর-পূর্ব আফ্রিকার দেশ সুদানে সেনাবাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনী আরএসএফের তুমুল সংঘর্ষে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার দিনভর সংঘর্ষের পর রোববারও তা অব্যাহত রয়েছে।
দেশের পুনর্দখল নিতে রাজধানী খার্তুমের কাছে ওমদুরমান শহরে আরএসএফের ঘাঁটিতে রোববার হামলা চালায় সেনাবাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোরে খার্তুম, ওমদুরমান ও কাছাকাছি বাহরি এলাকায় প্রচণ্ড গোলাবর্ষণের আওয়াজ পেয়েছেন তারা। এ ছাড়া লোহিত সাগর তীরবর্তী বন্দর নগরী পোর্ট সুদানে গুলির আওয়াজ শুনেছেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় চিকিৎসকদের সংগঠন সুদানিজ ডক্টরস’ ইউনিয়ন জানায়, সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে শনিবার শুরু হওয়া সংঘর্ষে কমপক্ষে ২৫ জন নিহত হন।
সংগঠনটি আরও জানায়, খার্তুমের বিমানবন্দর ও ওমদুরমান এবং খার্তুমের পশ্চিমে নিয়ালা, এল ওবেইদ ও এল ফাশের শহরে মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়।
রাজধানী খার্তুমে প্রেসিডেন্টের প্রাসাদ, সেনাপ্রধানের বাসভবন, রাষ্ট্রীয় টেলিভিশনের দপ্তর ও বিমানবন্দর এবং উত্তরাঞ্চলীয় শহর মেরোউয়ি, এল ফাশের ও ওয়েস্ট দারফুর দখলে নেয়ার দাবি করে আরএসএফ, তবে এমন দাবি প্রত্যাখ্যান করে সেনাবাহিনী।