যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি ডেইরি ফার্মে ভয়াবজ বিস্ফোরণে প্রায় ১৮ হাজার গরু মারা গেছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এতে বলা হয়, সোমবার রাতে টেক্সাসের ডিমিট শহরের কাছে অবস্থিত সাউথফর্ক ডেইরি ফার্মে বিস্ফোরণ হয় ও আগুন ছড়িয়ে পড়ে।
শেরিফের কার্যালয় থেকে পোস্ট করা ছবিতে দেখা যায়, আগুন ও বিস্ফোরণের পর ফার্ম থেকে কালো ধোঁয়া বের হচ্ছে।
এক বিবৃতিতে টেক্সাসের এগ্রিকালচার কমিশনার সিড মিলার বলেন, টেক্সাসের ইতিহাসে ফার্মে এটি সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। তদন্ত ও ঘটনাস্থলের আশপাশ পরিষ্কার করতে কিছু সময় লাগতে পারে।
কি কারণে এ বিস্ফোরণ তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে, ডেইরি ফার্মে মিথেন গ্যাস থেকে আগুনের সূত্রপাত হতে পারে।