পাকিস্তানের করাচিতে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার রাতের এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে জিও নিউজ।
পুলিশ বলছে, দুটি কারখানায় আগুন লাগলে তা নেভাতে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। এক পর্যায়ে ভবন ধসে পড়ে। এ সময় হতাহতের ঘটনা ঘটে।
আগুন লাগা দুটি ভবনের একটিতে টাওয়াল উৎপাদন করা হতো। আরেকটি ছিল অটোমোবাইল কারখানা। আহতদের মধ্যে ১১ জন ফায়ার সার্ভিসের কর্মী, বাকি দুজন সাধারণ জনতা।
করাচি ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তঅ ইশতিয়াক আহমেদ বলেন, বাণিজ্যিক ভবনে ওই কারখানা ছাড়াও অনেক অফিস ছিল। শর্ট সার্কিটের কারণে আগুন লেগে পুরো ভবন ক্ষতিগ্রস্ত হয়।
সহকারী কমিশনার ফিরোজাবাদ উমামাহ সোলাঙ্গি জানান, ভবনটি খালি থাকায় ভবনের মধ্যে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।