নারীদের হিজাব পরা নিশ্চিত করতে পথেঘাটে ক্যামেরা বসাচ্ছে ইরান।
এক বিবৃতিতে শনিবার ইরানের পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যারা হিজাবের আইন অমান্য করবে তাদের শাস্তির বিষয়ে সতর্ক বার্তা দেয়া হবে। ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজানের প্রতিবেদনে বলা হয়, হিজাব আইনবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
ইরানে হিজাব না পরলে গ্রেপ্তারের আইন থাকলেও দেশটির শপিং মল, রেস্টুরেন্ট, দোকানপাটে অনেক নারীদের খোলা মাথায় দেখা যায়।
শনিবার ইরান পুলিশের দেয়া বিবৃতিতে ব্যবসায়ীদেরও সামাজিক নিয়মগুলোকে গুরুত্ব সহকারে পালন করার নির্দেশ দেয়া হয়।
সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু হয় গত ১৬ সেপ্টেম্বর। সেদিন থেকেই প্রতিবাদ ছড়িয়ে পড়ে গোটা ইরানে।
ইরানের ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটিতে শরিয়াহ আইন চালু করা হয়। এ আইন অনুযায়ী, দেশটিতে হিজাব পরা বাধ্যতামূলক করা হয়।