দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে ঘিরে গত বছরের মতো ফের সামরিক মহড়া শুরু করেছে চীন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দেশটির কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার কেভিন ম্যাককার্থির সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সাক্ষাৎ নিয়ে উত্তেজনার মধ্যে শনিবার তিন দিনের এ মহড়া শুরু করে বৈশ্বিক পরাশক্তিটি।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, চীনের সামরিক বাহিনী পিপল’স লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড শনিবার সংক্ষিপ্ত এক বিবৃতিতে মহড়ার বিষয়টি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, চীন ১০ এপ্রিল পর্যন্ত ‘যুদ্ধ প্রস্তুতি মহড়া’ চালাবে।
‘ইউনাইটেড শার্প সোর্ড’ শিরোনামের এ মহড়া চলবে তাইওয়ানের উত্তর ও দক্ষিণে তাইওয়ান প্রণালিতে। একই সঙ্গে দ্বীপরাষ্ট্রটির পূর্ব প্রান্তের সমুদ্র, আকাশসীমাও মহড়ার আওতাভুক্ত হবে।
পিএলএর পক্ষ থেকে বলা হয়, ‘তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং বহিঃশক্তির ইন্ধন ও উসকানির বিরুদ্ধে এটি (মহড়া) মারাত্মক সতর্কবার্তা। জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় এটি দরকারি পদক্ষেপ।’
মধ্য আমেরিকার দুই দেশ সফর শেষে ফেরার পথে যুক্তরাষ্ট্রে ম্যাককার্থির সঙ্গে দেখা করেন সাই। তিনি শুক্রবার তাইওয়ানে ফেরেন। এ দুজনের মধ্যে সাক্ষাৎ হওয়ার আগেই জবাব দেয়ার হুমকি দেয় বেইজিং।
স্থানীয় সময় বুধবার ম্যাককার্থির সঙ্গে সাইয়ের সাক্ষাতের আগে তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জলপথে চীনের বিমানবাহী রণতরী ‘শ্যানদং’কে দেখা যায়।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দ্বীপরাষ্ট্রটির নিরাপত্তায় সমুচিত জবাব দেবে।