বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে গর্ভপাতের পিল নিয়ে অচলাবস্থা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ এপ্রিল, ২০২৩ ০৯:৩০

টেক্সাসে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিযুক্ত এক বিচারক বহুল ব্যবহৃত গর্ভপাতের পিল মাইফপ্রিস্টোনের দীর্ঘদিনের অনুমোদন আটকে দিয়েছেন। গত ২০ বছর ধরে পিলটি ব্যবহারের অনুমোদন ছিল এবং এটি বেশির ভাগ গর্ভপাতের ক্ষেত্রে ব্যবহার হয়।

যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ওয়াশিংটনে শুক্রবার দুই বিচারকের পরস্পরবিরোধী রায়ে দেশটিতে গর্ভপাতের পিলের ব্যবহার নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

বিবিসি শনিবার এক প্রতিবেদনে জানায়, টেক্সাসে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিযুক্ত এক বিচারক বহুল ব্যবহৃত গর্ভপাতের পিল মাইফপ্রিস্টোনের দীর্ঘদিনের অনুমোদন আটকে দিয়েছেন।

গত ২০ বছর ধরে পিলটি ব্যবহারের অনুমোদন ছিল এবং এটি বেশির ভাগ গর্ভপাতের ক্ষেত্রে ব্যবহার হয়।

টেক্সাসের বিচারকের ওই রায়ের ঠিক এক ঘণ্টা পর ওয়াশিংটনে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নিযুক্ত বিচারক এক আদেশে বলেন, পিলটি পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

দুই বিচারকের এমন রায়ের পর পিল ব্যবহারের অনুমোদনের বিষয়টি সুপ্রিম কোর্টে গড়াবে বলে ধারণা করা হচ্ছে।

৬৭ পৃষ্ঠার রায়ে টেক্সাসের আমারিলোর বিচারক ম্যাথু ক্যাকসম্যারিক মাইফপ্রিস্টোন ব্যবহারে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন স্থগিত করেন। এ আদেশের বিরুদ্ধে আপিলে সাত দিন সময় পাবে সরকার।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, তারা এ রায়কে চ্যালেঞ্জ করবে।

বিচারক ক্যাকসম্যারিকের রায়ে লাখো নারীর মাইফপ্রিস্টোনের প্রাপ্তি বাধাগ্রস্ত হতে পারে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, টেক্সাসের বিচারকের রায় যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রণ ব্যবস্থার ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে।

এ বিভাগের আরো খবর