বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিড়াল কাঁধে নিয়ে ইমামতি, খবর ভাইরাল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ এপ্রিল, ২০২৩ ১৭:২৬

শেখ ওয়ালিদ মেহাস নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার দেয়া হয়েছে। দুই মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, আলজেরিয়ার একটি শহরে তারাবির নামাজ পড়ানোর সময় এক বিড়ালের গায়ে লাফ দিয়ে উঠে পড়েছে এক বিড়াল। পরে ধীরে ধীরে সেটি ইমামের কাঁধের ওপর চড়ে বসে এবং তার মুখে চুমু দেয়ার চেষ্টা করে।

বিশ্বজুড়ে পালিত হচ্ছে পবিত্র সিয়াম। এ মাসের একটি বিশেষ ইবাদত হলো তারাবির নামাজ। আলজেরিয়ায় এ নামাজ পড়ানোর সময়ই এক ইমামের গায়ে উঠে যায় একটি বিড়াল। যা সামাজিক যোগাযোগমাধ্যমে এরইমধ্যে ভাইরাল হয়েছে।

শেখ ওয়ালিদ মেহাস নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার দেয়া হয়েছে। দুই মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, আলজেরিয়ার একটি শহরে তারাবির নামাজ পড়ানোর সময় এক বিড়ালের গায়ে লাফ দিয়ে উঠে পড়েছে এক বিড়াল। পরে ধীরে ধীরে সেটি ইমামের কাঁধের ওপর চড়ে বসে এবং তার মুখে চুমু দেয়ার চেষ্টা করে। তবে এরমধ্যেও ইমাম তার চোখ বন্ধ করে তিলাওয়াত করতে থাকেন। এই ভিডিওটি ওই পেজটি থেকে শেয়ার হয়েছে। আর লাইক পড়েছে ৪৬ হাজার।

ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, পশুরাও আল্লাহর বাণীকে ভয় পায়। ইমামের ওপর একটি বিড়াল উঠে পড়েছে দেখুন। আর সে তারাবির নামাযে কুরআন তিলাওয়াত করছে। এক ফেসবুক ব্যবহারকারী কমেন্টে লেখেন, দৃশ্যটি এত সুন্দর যে চোখে পানি এসে পড়ল।

আরেকজন ব্যবহারকারী লিখেছেন, দেখে মনে হলো বিড়ালটি যেন এমন তিলাওয়াতের জন্য ধন্যবাদ জানাতে চাইছে। আল্লাহ আপনার ওপর রহমত বর্ষিত করুক প্রিয় শেখ।

এ বিভাগের আরো খবর