মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলসকে অর্থ দেয়ার ঘটনায় অভিযুক্ত হওয়ার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের কড়া সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তার অভিযোগ, বাইডেন প্রশাসনের অধীনে রসাতলে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
বিভিন্ন সংবাদ সংস্থার বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ৩৪টি মারাত্মক অপরাধে অভিযুক্ত হয়ে দোষ স্বীকার না করা ৭৬ বছর বয়সী ট্রাম্প ফ্লোরিডার বাড়ি মার-এ-লাগো থেকে সমর্থক ও সংবাদকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন।
রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘আমি কখনোই ভাবিনি আমেরিকায় এমন কিছু ঘটতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমার একমাত্র অপরাধ, নির্ভয়ে আমাদের দেশকে তাদের হাত থেকে রক্ষা করা, যারা একে ধ্বংস করতে চায়।’
যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ট্রাম্প বলেন, ‘আমরা যখন আমেরিকার ইতিহাসের অন্ধকারতম সময়ে বাস করছি, তখন আমি বলতে পারি যে, অন্তত এই মুহূর্তে আমি অপার্থিব চেতনায় আছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশ রসাতলে যাচ্ছে। উন্মুক্ত সীমান্ত ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কারণে বিশ্ব এরই মধ্যে আমাদের নিয়ে হাসাহাসি শুরু করেছে।’