সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির যুবরাজ (ক্রাউন প্রিন্স) হিসেবে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তার বড় ছেলে শেখ খালেদ বিন মোহাম্মদ আল নাহিয়ানের নাম ঘোষণা করেছেন।
গালফ নিউজের প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রেসিডেন্ট আল নাহিয়ান তার বড় ছেলে শেখ খালেদকে দেশটির রাজধানী আবুধাবির যুবরাজ ঘোষণা করেছেন। শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ১৯৮২ সালের ৮ জানুয়ারি আবুধাবিতে জন্মগ্রহণ করেন। শেখ খালেদ আমেরিকান ইউনিভার্সিটি অফ শারজাহ থেকে স্নাতক এবং ২০১৪ সালে কিংস কলেজ লন্ডন থেকে যুদ্ধ অধ্যয়ন নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
৪১ বছর বয়সী নতুন যুবরাজ শেখ খালিদ আবুধাবি এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য। তিনি আবুধাবি এক্সিকিউটিভ অফিসের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন । এছাড়া আমিরাতের সাম্প্রতিক বড় উন্নয়ন প্রকল্পগুলো দেখা শোনা করছেন তিনি।
আমিরাতের যুবরাজ হিসেবে শেখ খালেদের নিয়োগকে স্বাগত জানিয়েছে সৌদি আরব ও কাতার। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের বাকি আমিরাতগুলোও যুবরাজ হিসেবে তার নিয়োগকে স্বাগত জানিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, সংযুক্ত আরব আমিরাতের ক্ষমতা আবুধাবিতে আরও কেন্দ্রীভূত করতে ছেলেকে সেখানকার যুবরাজ বানিয়েছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ । অঢেল তেল সম্পদের কারণে আবুধাবি সাতটি আমিরাত নিয়ে গঠিত সংযুক্ত আরব আমিরাতের রাজনৈতিক রাজধানী।