যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ব্যঙ্গ করে একটি ভিডিও সম্প্রচারিত হয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে। এরইমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভাইরাল হয়েছে।
ভিডিওটি @PapiTrumpo নামের এক ব্যবহারকারী টুইটারে শেয়ার করেছেন। এতে দেখা যায়, বাইডেনের মতো এক ব্যক্তি উড়োজাহাজে ওঠার সময় হোঁচট খেয়ে পড়ে গেছেন। সেখানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিয়েও ব্যঙ্গ করা হয়েছে।
ভিডিওটিতে আরও দেখা যায়, ভাষণ শেষ হওয়ার পর বাইডেনের মতো দেখতে ওই ব্যক্তি কারও দিকে করমর্দনের জন্য এগিয়ে যাচ্ছেন, তবে সেখানে কেউই ছিল না। শুক্রবার এ ভিডিওটি টুইটারে পোস্ট করা হয়। এরপর থেকে এটি ৬ লাখ ৬৪ হাজারের বেশি দেখা হয়েছে।
একজন টুইটার ব্যবহারকারী ভিডিওটি নিয়ে লেখেন, এটি প্যারোডি ভিডিও হিসেবে খুবই হাস্যকর ছিল, তবে প্রকৃতপক্ষে বিষয়টি দুঃখজনক।
আরেকজন ব্যবহারকারী লিখেছেন, এটা মজার তবে সেইসঙ্গে ভয়াবহও।
এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, গত বছরও বাইডেন ও কমলকা হ্যারিসকে ব্যঙ্গ করে একটি শো সম্প্রচার করেছিল যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন।