বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিপু সুলতানের হত্যাকারী নিয়ে কর্ণাটকে বিতর্ক

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৩ মার্চ, ২০২৩ ১০:১২

বিজেপির দাবি, ব্রিটিশ কিংবা মারাঠা বাহিনী নয়, শের-ই-মহীশূর হিসেবে পরিচিত টিপু সুলতানকে হত্যা করেছেন ভোক্কালিগা সম্প্রদায়ের দুই নেতা।

ভারতের কর্ণাটকে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অষ্টাদশ শতাব্দীর শাসক টিপু সুলতানের হত্যাকারী নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।

এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, নির্বাচনের আগে টিপু সুলতানকে ইস্যু হিসেবে ব্যবহার করছে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি। দলটি টিপু সুলতানের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করছে হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক মতাদর্শের প্রাণপুরুষ ভিডি সাভারকারকে।

বিজেপির দাবি, ব্রিটিশ কিংবা মারাঠা বাহিনী নয়, শের-ই-মহীশূর হিসেবে পরিচিত টিপু সুলতানকে হত্যা করেছেন ভোক্কালিগা সম্প্রদায়ের দুই নেতা।

কর্ণাটকে ক্ষমতার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভোক্কালিগা সম্প্রদায়। টিপু হত্যায় এ সম্প্রদায়ের দুজনকে জড়িয়ে বিজেপি যে বক্তব্য দিয়েছে, তার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন স্থানীয় বিখ্যাত একজন ধর্মীয় নেতা, তবে বিজেপি দাবি থেকে সরে আসছে না।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রাচীন মহীশূর বেল্টের একদল মানুষের দাবি ছিল, টিপু সুলতানকে হত্যা করেছেন ভোক্কালিগা দুই গোত্রপ্রধান উরি গৌড়া ও নানজে গৌড়া। অনেক ইতিহাসবিদ এর সঙ্গে দ্বিমত পোষণ করলেও বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিটি রবিসহ দলটির কয়েকজন নেতা এ দাবির পক্ষে বক্তব্য দিচ্ছেন।

বিজেপি নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা কারান্দলাজে ও অশ্বথ নারায়ণের ভাষ্য, উরি গৌড়া ও নানজে গৌড়া যে টিপুর হত্যাকারী, সে বিষয়ে ঐতিহাসিক তথ্যপ্রমাণ রয়েছে।

ভোক্কালিগা সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন ধরে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং এইচডি কুমারাস্বামীর নেতৃত্বাধীন জনতা দল সেক্যুলার সমর্থক। দল দুটির অভিমত, উরি গৌড়া ও নানজে গৌড়া বলে কেউ ছিল না। এগুলো কাল্পনিক চরিত্র হতে পারে।

এ বিভাগের আরো খবর