দক্ষিণ আমেরিকার দুই দেশ ইকুয়েডর ও পেরুতে শনিবার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে।
ভূমিকম্পে দেশ দুটির অনেক বাড়িঘর ও ভবন কেঁপে ওঠে। আতঙ্কে সড়কে নামেন বাসিন্দারা।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ইকুয়েডরের উপকূলীয় গায়াস অঞ্চলে ৬.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গায়াকিল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্প থেকে সুনামি সৃষ্টি হবে, এমনটি মনে হয়নি।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইকুয়েডরে ভূমিকম্পে ১২৬ জন আহত হওয়ার খবর জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।
ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো সাংবাদিকদের জানান, ভূমিকম্পটি নিঃসন্দেহে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
তার দপ্তর জানায়, সব মন্ত্রণালয়কে ভূমিকম্প পরবর্তী তৎপরতায় যুক্ত করা হয়েছে। ভূমকম্পনের ক্ষয়ক্ষতি পূরণে পর্যাপ্ত সক্ষমতা সরকারের আছে।
ইকুয়েডরের উত্তরাঞ্চলীয় সীমান্তের কাছে পেরুতে ভূমিকম্প আঘাত হানে।
পেরুর প্রধানমন্ত্রী আলবার্তো ওতারোলা জানান, তুম্বেস অঞ্চলে একটি বাড়ি ধসের ঘটনায় মাথায় আঘাত পেয়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়।