সরকারি উপহার কেনা ও বেচা সংক্রান্ত তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করে দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এরইমধ্যে এ মামলায় ইমরানকে গ্রেপ্তারের জন্য লাহোরে দুবার অভিযান চালিয়ে ব্যর্থ হয় ইসলামাবাদ পুলিশ। শেষবার ইমরানকে গ্রেপ্তার করতে গেলে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়।
ইমরান খানের আইনজীবী দলের জ্যেষ্ঠ সদস্য ফয়সাল চৌধুরী বলেন, ইসলামাবাদের হাইকোর্ট জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাটি স্থগিত করেছে। এখন আগামীকাল আদালতে আসবেন ইমরান খান।
তীব্র অর্থনৈতিক সংকটের পাশাপাশি পাকিস্তানে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হচ্ছে । অর্থনৈতিক সংকট মোকাবিলায় দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে জোর চেষ্টা চালাচ্ছে। এদিকে আগাম নির্বাচনের দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চাপ দিয়ে যাচ্ছেন ইমরান। সেইসঙ্গে দেশটিতে পুলিশকে লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে পাকিস্তানি তালেবান।
গত বছর অনস্থাভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। ওই বছরের নভেম্বরে একটি র্যালিতে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন তিনি। এ জন্য পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীকে দায়ী করেন ইমরান।