পাকিস্তানের লাহোরের জামান পার্কের বাসভবন থেকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারে বুধবার দ্বিতীয় দিনের মতো ব্যর্থ হন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের বাধায় একপর্যায়ে দলটির প্রধান ইমরানের বাসার সামনে থেকে চলে যান পুলিশ ও রেঞ্জার্স সদস্যরা। এর কয়েক মিনিটের মধ্যেই গ্যাস মাস্ক পরে বাসার বাইরে বের হতে দেখা যায় পিটিআইপ্রধানকে।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, স্বচ্ছ গ্যাস মাস্ক পরে বাসার সামনে সমর্থকদের সঙ্গে কথা বলতে দেখা যায় ইমরানকে।
এর আগে মঙ্গলবার ও বুধবার ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টা চালান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের সঙ্গে সংঘর্ষ বেধে যায় সাবেক প্রধানমন্ত্রীর সমর্থকদের।
ইমরানের গ্রেপ্তার ঠেকাতে তার বাড়ি ঘিরে রাখেন সমর্থকরা। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাসের শেল ছোড়ে পুলিশ। তাতেও দমে যাননি ইমরান সমর্থকরা।
এ নিয়ে অচলাবস্থার মধ্যেই পাকিস্তানের একটি আদালত বৃহস্পতিবার পর্যন্ত গ্রেপ্তার অভিযান স্থগিত করতে পুলিশকে নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে জামান পার্ক থেকে সরে যায় পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এ চলে যাওয়াকে বিজয় হিসেবে দেখছেন ইমরান সমর্থকরা।