সরকারি উপহার কেনা ও বেচা সংক্রান্ত তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করতে তার লাহোরের জামান পার্কের বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ। এমন পরিস্থিতিতে সমর্থকদের রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান।
এরইমধ্যে লাহোরে ইমরান খানের বাসভবনের সামনে পুলিশের সঙ্গে তার দলের নেতা-কর্মীদের সংঘর্ষ চলছে। এতে ইসলামাবাদ পুলিশের ডিআইজি শাহজাদ বুখারি আহত হয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় বেলা ২টার দিকে ইমরানের বাসভবন ঘেরাও করে পুলিশ।
এ নিয়ে টুইটারে এক ভিডিও বার্তায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, তারা মনে করে যে, আমি গ্রেপ্তার হলে জাতি ঘুমিয়ে পড়বে। পনাদেরকে এ ধারণা ভুল প্রমাণ করতে হব। প্রকৃত স্বাধীনতার জন্য আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানা ইসলামাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে।
ইমরান খান বাড়িতে নেই জানিয়ে পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি বলেন, যদি পুলিশের কাছে গ্রেপ্তারি পরোয়ানা থাকে, তাহলে তারা আমাকে তা দেখাক।
এই মামলায় গত ২ সপ্তাহের মধ্যে ইমরানকে গ্রেপ্তারে এটি পাকিস্তান পুলিশের দ্বিতীয় অভিযান। প্রথম অভিযানে তারা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার না করে ফেরত যায়।