সরকারি উপহার কেনা ও বেচা সংক্রান্ত তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করতে তার লাহোরের জামান পার্কের বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ।
সেখানে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মীদের সঙ্গে পুলিশের তুমিল সংঘর্ষ চলছে বলে ডনের প্রতিবেদনে জানানো হয়েছে।
এদিকে পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়, ইমরান খানকে গ্রেপ্তারে সোমবারই ইসলামাবাদ থেকে পুলিশের একটি দল লাহোর পৌঁছায়।
পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানা ইসলামাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে।
ইমরান খান বাড়িতে নেই জানিয়ে পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি বলেন, যদি পুলিশের কাছে গ্রেপ্তারি পরোয়ানা থাকে, তাহলে তারা আমাকে তা দেখাক।
এই মামলায় গত ২ সপ্তাহের মধ্যে ইমরানকে গ্রেপ্তারে এটি পাকিস্তান পুলিশের দ্বিতীয় অভিযান। প্রথম অভিযানে তারা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার না করে ফেরত যায়।