ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় ১৭ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। সোমবার ইতালি কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে উপকূলে নিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানান হয়।
এতে বলা হয়, উদ্ধার হওয়া ব্যক্তিরা লিবিয়া থেকে অবৈধপথে ইতালি যাচ্ছিলেন।
ইতালির সংবাদ সংস্থা এএনএসএর প্রতিবেদনে বলা হয়, উদ্ধার হওয়া সবাই বাংলাদেশি নাগরিক। তাদেরকে সিসিলিয়ান শহর পোজালোতে নেয়া হয়েছে।
ইতালির কোস্টগার্ডের ভাষ্য, লিবিয়া থেকে ৩০ ব্যক্তিকে নিয়ে ইতালি অভিমুখে যাত্রা করা নৌকাটি গত রোববার বৈরী আবহাওয়ার মধ্যে পড়ে উল্টে যায়।
দাতব্য সংস্থা অ্যালার্ম ফোনের দাবি, শনিবার ডুবে যাওয়া নৌকাটি থেকে সংকেত আসলেও ইতালি কর্তৃপক্ষ সময়মতো সেখানে তাদের কোস্টগার্ডকে পাঠায়নি।
তারা চাইছিল লিবিয়ার কর্তৃপক্ষ যেন ঘটনাস্থলে গিয়ে তাদের দেশে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
গত ২৬ ফেব্রুয়ারি ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলে নৌকাডুবিতে ৭৯ জনের মৃত্যু হয়।
চলতি বছর এ পর্যন্ত ২০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী ইতালিতে পৌঁছেছেন। চলতি বছর এ পর্যন্ত ২০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী ইতালিতে পৌঁছেছেন।