বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। আপাতত বন্ধ করে দেয়া হয়েছে এর ব্যাংকিং কার্যক্রম।
স্থানীয় সময় শুক্রবার এই সিদ্ধান্তের পর ব্যাংকটির যাবতীয় আমানতের নিয়ন্ত্রণ ইউএস ফেডারেল ডিপোজিট ইন্সুরেন্স করপোরেশনের (এফডিআইসি) হাতে চলে গেছে বলে জানিয়েছে সিএনএন।
যুক্তরাষ্ট্রে বৃহত্তম বেসরকারি ঋণদাতাদের মধ্যে অন্যতম এই সিলিকন ভ্যালি ব্যাংক। প্রতিষ্ঠানটির বিপর্যয়ের মধ্যদিয়ে ২০০৮ সালের পর এটিই দেশটির ইতিহাতে ব্যাংকিং খাতে এলো বড় অনিশ্চয়তার কালো মেঘ।
রয়টার্স বলছে, এফডিআইসি যে দায়িত্বে এসেছে, এর মাধ্যমে তারা আমানতকারী এবং পাওনাদারসহ গ্রাহকদের অর্থ ফেরত দিতে ব্যবস্থা নেবে। সিলিকন ভ্যালি ব্যাংকের প্রধান কার্যালয় এবং সব শাখা ১৩ মার্চ আবার খুলবে।
ব্যাংকটির সিকিউরিটিজ পোর্টফোলিও ভয়ানক লোকসানের সম্মুখীন হয়েছে। এর পাশাপাশি ফান্ডিংয়ে পড়েছে টান। ফলে মূলধন সংগ্রহ করার চেষ্টা শুরু করতেই এসভিবি ফাইন্যান্সিয়াল গ্রুপের বন্ড ও শেয়ারে পতন শুরু হয়েছে। বেশ কয়েকজন বিশেষজ্ঞ বর্তমান পরিস্থিতিকে লেম্যান ব্রাদার্স এবং এভারগ্রান্ডের লিকুইডিটি সংকটের সঙ্গে তুলনা করেছেন।
রেটিং সংস্থা মুডিজও সিলিকন ভ্যালি ব্যাংকের নম্বর কমিয়ে দিয়েছে। তাদের মতে, ক্রমবর্ধমান সুদের হার, সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্টে ভাটা এবং ব্যাংকের গ্রাহকদের অনীহা বেড়ে যাওয়ায় বর্তমানে সংস্থা এক কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে আছে।
আমেরিকার বৃহত্তম ঋণদাতার সিলিকন ভ্যালি ব্যাঙ্ক, এসভিবি ফাইন্যান্সিয়াল গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। মূলত নতুন ব্যবসা-স্টার্টআপদের ঋণ দিয়ে থাকে এই ব্যাঙ্ক।
এর আগে ২০০৮ সালে বিশ্ব অর্থনীতিতে মন্দার মধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন মিউচুয়াল ব্যাংকের কার্যক্রম স্থগিত করেছিল নিয়ন্ত্রক সংস্থা।
ফরচুন ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ৪০ বছরের পুরোনো এই ব্যাঙ্ক যুক্তরাষ্ট্রের ৫০ ভাগেরও বেশির স্টার্টআপ সংস্থাকে তহবিল জুগিয়েছে।