বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৯ মার্চ, ২০২৩ ১১:৩৬

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, হামলায় খারকিভ ও ওডেশায় আবাাসিক ভবন এবং অবকাঠামো বিধ্বস্ত হয়েছে। কিছু এলাকায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎসংযোগ।

ইউক্রেনজুড়ে নানা ধরনের হামলার পর বেশ কদিন ধরে থেমে থেমে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া।

দেশটির খারকিভ শহরের উত্তরাঞ্চল থেকে ওডেসার দক্ষিণে এবং পশ্চিমে জাইটোমি পর্যন্ত এই হামলা চলছে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, হামলায় খারকিভ ও ওডেশায় আবাাসিক ভবন এবং অবকাঠামো বিধ্বস্ত হয়েছে। কিছু এলাকায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎসংযোগ।

পূর্ব ইউক্রেনের বাখমুত শহরের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সেখানে রুশ বাহিনীর সঙ্গে লড়াই অব্যাহত আছে ইউক্রেনের সেনাদের।

সার্বিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থার প্রধান বলেছেন, যুদ্ধ চলতে পারে বছরের পর বছর ধরে।

ওডেশার গভর্নর ম্যাকসিম মার্চেনকো বলেন, বন্দর নগরী ওডেসার একটি বিদ্যুৎকেন্দ্রে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকায়।

তিনি জানান, আবাসিক এলাকায়ও আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনও। যুদ্ধে প্রায় প্রতিদিনই আসছে প্রাণহানির খবর।পশ্চিমাসহ বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়াকে এই হামলা বন্ধের অনুরোধ করলেও তাতে সাড়া দেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ ছাড়া কয়েক দফা দুই দেশের বৈঠকেও আসেনি কোনো সমাধান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে সারা বিশ্বে। বেড়েছে জ্বালানি, খাদ্যপণ্যসহ নানা পণ্যের দাম। ইউক্রেন থেকে বাস্তুচ্যুত হচ্ছে অসংখ্য মানুষ।

এ বিভাগের আরো খবর