ইরানজুড়ে গত নভেম্বরের শেষ থেকে এ পর্যন্ত ৫ হাজারের বেশি স্কুল শিক্ষার্থী বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে বলেন জানিয়েছেন দেশটির একজন আইনপ্রণেতা। তার দাবি,মেয়েদের স্কুল শিক্ষা বন্ধ করার লক্ষ্যে একটি পক্ষ বিষাক্ত গ্যাস হামলা চালানো হয়।
স্কুলছাত্রীদের বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা তদন্তে গঠিত কমিটির সদস্য ও আইন প্রণেতা মোহাম্মদ-হাসান আসাফারি সোমবার এমনটি জানান।
তিনি বলেন, ২৫টি প্রদেশের প্রায় ২৩০টি স্কুলে বিষাক্ত গ্যাস হামলার ঘটনায় ৫ হাজারের শিক্ষার্থী বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। বিষক্রিয়ার ধরন ও কারণ শনাক্ত করার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত বিষের ধরন সম্পর্কে সুনির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।
গত ১৬ সেপ্টেম্বর সঠিকভাবে হিজাব না করায় দেশটির নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর ২২ বছর বয়সী মাহসা আমিনি নামের এক তরুণী মারা যান। এরপরই ইরানজুড়ে শুরু হয় পোশাকের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ। এ বিক্ষোভ শুরু হওয়ার পর নভেম্বরে ইরানের কোম প্রদেশে এক স্কুলছাত্রী বিষক্রিয়ায় আক্রান্ত হন।
এ ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে পশ্চিমারা।
এদিকে বিষাক্ত গ্যাস হামলাকে ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ বলে অভিহিত করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অপরাধীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।