বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩২, আহত ৮৫

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ মার্চ, ২০২৩ ০৯:১৬

যাত্রীবাহী ট্রেনটি গ্রিসের রাজধানী এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকির দিকে যাচ্ছিল। পথে লারিসার বাইরে এটি দুর্ঘটনার শিকার হয়।

গ্রিসের মধ্যাঞ্চলীয় লারিসা শহরের কাছে মঙ্গলবার রাতে পণ্যবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩২ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।

স্থানীয় ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

থেসালি অঞ্চলের গভর্নরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যাত্রীবাহী ট্রেনটি গ্রিসের রাজধানী এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকির দিকে যাচ্ছিল। পথে লারিসার বাইরে এটি দুর্ঘটনার শিকার হয়।

থেসালি অঞ্চলের গভর্নর কনস্তান্তিনোস আগোরাস্তোস এসকেএআই টিভিকে বলেন, দুই যানের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনটির প্রথম চার বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও বলেন, লাইনচ্যুত হওয়ার পর আগুন ধরে প্রথম দুটি বগি প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

ট্রেনের প্রায় ২৫০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করে বাসে থেসালোনিকিতে নেয়া হয়।

বেঁচে ফেরা এক যাত্রী রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটিকে বলেন, স্যুটকেস দিয়ে জানালা ভেঙে তিনি প্রাণে বাঁচতে পেরেছেন।

উদ্ধার হওয়া এক তরুণ বলেন, ‘বগিতে আতঙ্ক ছিল; লোকজন আর্তচিৎকার করছিল।’

অ্যাঞ্জেলোস সিয়ামুরাস নামের আরেক যাত্রী বলেন, ‘বিষয়টি ছিল ভূমিকম্পের মতো।’

এ বিভাগের আরো খবর