চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনি ধসে অন্তত দুইজন নিহত এবং ৫০ জনেরও বেশি নিখোঁজ হয়েছেন।
স্থানীয় সময় বুধবার বিকেল সোয়া ৩টার দিকে গণচীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ার আলক্সা লীগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে জানিয়েছে বিবিসি।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দ্রুত উদ্ধার তৎপরতা চালাতে নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে খনিটিতে শ্রমিকদের উদ্ধারে অংশ নিয়েছেন দুই শতাধিক কর্মী।
যে খনিতে ধসের ঘটনা ঘটেছে সেটি জিনজিং কোল মাইনিং কোম্পানি পরিচালিত বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।
যথাযথভাবে নিয়ম না মেনে কয়লা উৎপাদনের কারণে চীনে প্রায়ই খনিতে দুর্ঘটনা ঘটে। ২০২০ সালে কার্বন মনোঅক্সাইড ছড়িয়ে পড়ে একটি খনিতে ২৩ জনের মৃত্যু হয়েছিল।
এ ছাড়া দেশটিতে ২০২১ সালের শুরুতে একটি স্বর্ণ খনিতে বিস্ফোরণে নিহত হয়েছিলেন ১০ শ্রমিক।