যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের গিলা জাতীয় বনে শতাধিক বেওয়ারিশ গরুকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে দেশটির বন অধিদপ্তর।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে চার দিন ধরে প্রায় ১৫০টি বেওয়ারিশ গরুকে হেলিকপ্টার দিয়ে গুলি করা হত্যা করা হবে।
পরিবেশবাদীরা বলছেন, গিলার উঁচু পর্বত এবং প্রবল গিরিখাতের মধ্যে বাস্তুতন্ত্র ধ্বংস করছে এ গরুগুলো।
তবে এ সিদ্ধান্তের বিরোধিতা করে স্থানীয় পশুপালকরা বলছেন, হেলিকপ্টার দিয়ে এ গরুগুলোকে হত্যা করলে নিষ্ঠুরতা দেখানো হবে।
এ নিয়ে যুক্তরাষ্ট্রের বন অধিদপ্তরের কর্মকর্তা ক্যামিল হাউস বিবৃতিতে বলেন, এসব বেওয়ারিশ গবাদি পশুরা মরুভূমির দর্শনার্থীদের প্রতি আক্রমণাত্মক ছিল। এগুলোর বিচরণ জলাধারের তীর ও ঝর্ণাগুলোকে ক্ষতিগ্রস্ত করছে।