বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জেলের মাথা কামড়ে নিয়ে গেল হাঙর

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:২৫

বিশ্লেষকরা বলছেন, হাঙরের কামড়ে মাথা বিচ্ছিন হয়ে যাওয়ার ঘটনা বিরল। ভুক্তভোগী জেলে ডুবুরিদের পোশাক পরে থাকায় তাকে চিনতে না পারায় হাঙর এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

সমুদ্র থেকে শামুক উত্তোলনের সময় মেক্সিকোতে হাঙরের কামড়ে ম্যানুয়েল লোপেজ নামের এক জেলের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। গত ৫ জানুয়ারি তোবারি উপসাগরে এ দুর্ঘটনা ঘটে বলে বিজ্ঞানভিত্তিক সংবাদমাধ্যম লাইভ সায়েন্সের প্রতিবেদনে বলা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, হাঙরের কামড়ে মাথা বিচ্ছিন হয়ে যাওয়ার ঘটনা বিরল। ভুক্তভোগী জেলে ডুবুরিদের পোশাক পরে থাকায় তাকে চিনতে না পারায় হাঙর এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। এ নিয়ে স্থানীয় জেলে সমিতির প্রেসিডেন্ট হোসে লুইস রেইনা বলেন, যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক, তবে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। এ দিয়েই আমাদের জীবিকা নির্বাহ হয়।

তিনি আরও বলেন, এখন অনেকেই আছে ভয়ে মাছ ধরতে যেতে চাইছে না। কিন্তু অনেকেই আবার ঝুঁকি নিয়ে কাজ করছে। দুর্ঘটনাটি কাছ থেকে দেখা দুজন জেলে জানান, তাদের ঘাড়েও কামড়েছে হাঙরটি। এ নিয়ে ইউনিভার্সিটি অব বোস্টনের সামুদ্রিক জীববিজ্ঞানী গ্রেস স্কোমল জানান, এমন ঘটনা তিনি কখনোই শোনেননি।

এ সামুদ্রিক জীববিজ্ঞানী বলেন, হাঙরের মানুষকে কামড়ানোর ঘটনাই বিরল। আর এখানেতো মাথাই আলাদা করে দিয়েছে।

বিশ্লেষকদের মতে, হাঙর মানুষের পায়ে সিল ভেবে কামড় দিতে পারে, তবে এ ঘটনা বিরল। কিন্তু যখনই তারা বুঝতে পারে সেটি মানুষের পা তখন ছেড়ে দেয়।

এ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার সামুদ্রিক জীববিজ্ঞানী গ্যাভিন নেইলর বলেন, যদি হাঙর ক্ষুধার্ত হয় তাহলে তারা শিকার ভেবে পায়ে কামড় দিতে পারে।

মেক্সিকোর ওই অঞ্চলে গত বছরও হাঙরের আক্রমণে এক ব্যক্তি নিহত হন।

এ বিভাগের আরো খবর