যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নেতা নিকি হ্যালি। এতে সাবেক আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি।
মঙ্গলবার সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর হ্যালি ভিডিও বার্তায় বলেন, আমি নিকি হ্যালি এবং আমি প্রেসিডেন্ট পদের জন্য লড়ছি।’
বিশ্লেষকদের মতে, হ্যালির ঘোষণায় তার একসময়কার বস ট্রাম্প যে অখুশি হবেন, তা বলাই বাহুল্য। কারণ, ট্রাম্পও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে লড়ে ফের হোয়াইট হাউসে যাওয়ার স্বপ্ন দেখছেন। গত বছরের নভেম্বরে তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণাও দিয়েছেন।
৫১ বছর বয়সী হ্যালি দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন। এছাড়া ট্রাম্পের আমলে তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।