যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাসে গুলি ছুড়েছে এক বন্দুকধারী।
স্থানীয় সময় সোমবার রাতের এ হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী একজন কৃষ্ণাঙ্গ পুরুষ। হামলার পর ক্যাম্পাসের পাশে একটি অ্যাপাটমেন্ট থেকে তার মরদেহও উদ্ধার হয়েছে।
ক্যাম্পাস পুলিশ বিভাগের অন্তর্বর্তী উপ-প্রধান ক্রিস রোজম্যান বলেছেন, ক্যাম্পাসে আর সক্রিয় হুমকি না থাকায় আমরা স্বস্তি বোধ করছি।
সন্দেহভাজন ব্যক্তি একাই এই হামলা চালিয়েছে বলে ধারণা তার।
রোজমান বলেন, কর্তৃপক্ষ ইস্ট ল্যান্সিং ক্যাম্পাসের বার্কি হলে রাত ৮টা ১৮ মিনিটে গুলি চালানোর খবর পায়। পুলিশ তখনই দ্বিতীয় গুলির খবর পেয়ে রওনা হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, আমরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।