আকাশসীমা থেকে একের পর এক উড়ন্ত বস্তু ভূপাতিত করছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ স্থানীয় সময় রোববার কানাডা সীমান্তবর্তী লেক হুরন এলাকা থেকে এমন একটি বস্তুকে নামিয়ে আনে আমেরিকার যুদ্ধবিমান।
এ নিয়ে এক সপ্তাহে চারটি উড়ন্ত বস্তু ভূপাতিত করল দেশটি, যার শুরুটা হয়েছিল চীনের গুপ্তচর বেলুন দিয়ে।
জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ব্যাপক সতর্কতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে বস্তুটিকে ভূপাতিত করার নির্দেশ দেন।
ওই কর্মকর্তা বার্তা সংস্থাটিকে আরও জানান, অষ্টকোণাকার বস্তুটি ভূমিতে কোনো ধরনের সামরিক হুমকি তৈরি করবে বলে মনে হয়নি। তবে মিশিগানের আকাশে ২০ হাজার ফুট ওপরে থাকা বস্তুটি বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি করে থাকতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ‘বস্তুটির নজরদারি সক্ষমতার কোনো প্রমাণ আমরা পাইনি। কিন্তু সক্ষমতা নেই এমনটাও আমরা বলতে পারি না।’
কানাডা সীমান্তবর্তী এলাকা থেকে উড়ন্ত বস্তুটিকে ভূপাতিত করার আগে লেক মিশিগান অঞ্চলের আকাশসীমায় উড়োজাহাজ চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়।