স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্পের তিন দিন পর জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে এলেও তুরস্ক-সিরিয়ায় মাঝেই মাঝেই ঘটছে কিছু বিস্ময়কর ঘটনা। তেমনই একটি ঘটনা ঘটেছে তুরস্কের আন্তাকিয়া শহরে।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, শহরটিতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার ৭৯ ঘণ্টা পর দুই বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তুরস্কের হিউম্যানিটারিয়ান রিলিফ ফাউন্ডেশনের (আইএইচএইচ) ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ভবনের ধ্বংসাবশেষের মধ্যে তৈরি করা একটি সুড়ঙ্গের দিকে তাকিয়ে আছে। এর কিছুক্ষণের মধ্যে একটি শিশুকে সেখান থেকে বের করা হয়।
পরে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) একজন কর্মী ছেলেটিকে নিয়ে গিয়ে স্বাস্থ্যকর্মীদের কাছে হস্তান্তর করেন।
তুরস্ক ও পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় তিন দিন আগে হওয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ছাড়িয়েছে।
দুই দেশের কর্মকর্তারা জানিয়েছেন, তুরস্কে কমপক্ষে ১৬ হাজার ৭১০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সিরিয়ায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩ হাজার ১৬২ জন।