তুরস্কে ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সময়ের বিপরীতে ছুটছেন উদ্ধারকারীরা। স্মরণকালের অন্যতম ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগের তিন দিন পর জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে এলেও মাঝেই মাঝেই ঘটছে কিছু বিস্ময়কর ঘটনা। তেমনই একটি ঘটনা ঘটেছে তুরস্কের হাতাই শহরে।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, শহরটিতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার ৬৮ ঘণ্টা পর একটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকারীরা জানিয়েছেন, হেলেন নামের শিশুটি সুস্থ রয়েছে। তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
ওই প্রতিবেদনে শিশুটির বয়স কিংবা তার বিস্তারিত পরিচয় জানানো হয়নি।
তুরস্ক ও পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় তিন দিন আগে হওয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ছাড়িয়েছে।
দুই দেশের কর্মকর্তারা জানিয়েছেন, তুরস্কে কমপক্ষে ১২ হাজার ৮৭৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সিরিয়ায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩ হাজার ১৬২ জন।