চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বেলুনটি একটি বেসামরিক আকাশযান- যা আবহাওয়া সংক্রান্ত গবেষণার জন্য ব্যবহৃত হয়। পশ্চিমের দিকে থেকে বাতাস আর নিজস্ব চালিকা শক্তি কম থাকায় এটি দুর্ঘটনাবশত যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ঢুকে পড়ার জন্য চীন দুঃখ প্রকাশ করছে।’
যুক্তরাষ্ট্রের আকাশে চীনের বেলুন ইস্যুতে আলোচনা-সমালোচনা চলছে। উদ্ভূত পরিস্থিতিতে বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে চীন।
বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘পশ্চিমের দিকে থেকে বাতাস আর নিজস্ব চালিকা শক্তি কম থাকার কারণে বেলুনটি পরিকল্পিত গতিপথ থেকে অনেক দূরে সরে গিয়েছিল। দুর্ঘটনাবশত যুক্তরাষ্ট্রের আকাশসীমায় এটি ঢুকে পড়ার জন্য দুঃখ প্রকাশ করছে চীন।
‘বেলুনটি একটি বেসামরিক আকাশযান- যা গবেষণার জন্য ব্যবহৃত হয়, প্রধানত আবহাওয়া সংক্রান্ত উদ্দেশ্যে। চীনা পক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে এবং দুর্ঘটনাবশত সৃষ্ট এই অপ্রত্যাশিত পরিস্থিতি যথাযথভাবে সামাল দেবে।’