মেক্সিকোর একটি চিড়িয়াখানার সাবেক এক পরিচালকের বিরুদ্ধে ওই চিড়িয়াখানার ছাগল দিয়ে সেখানেই ডিনার পার্টির আয়োজনের অভিযোগ উঠেছে।
গুয়েরো রাজ্যের চিলাপানচিনগো এলাকায় জুচিলপান চিড়িয়াখানায় এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
চিড়িয়াখানাটির সাবেক পরিচালক জস রাব এন নাভার বিরুদ্ধে অভিযোগ এনে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন গুয়েরোর পরিবেশ বিভাগের বন্য প্রাণী-বিষয়ক পরিচালক ফার্নান্দো রুইজ।
তার দাবি, ক্রিসমাস ডের দিন চারটি পিগমি ছাগল রান্না করে খেয়ে ফেলেছেন নাভা। গত গ্রীষ্মে চিড়িয়াখানায় প্রদর্শনীর জন্য যত পিগমি ছাগল ছিল, এখন তার হিসাব মিলছে না।
তবে সাবেক পরিচালক নাভা এই অভিযোগ অস্বীকার করেছেন।
সরকারি তদন্তের তথ্য বলছে, নাভা চিড়িয়াখানার সংগ্রহে থাকা কিছু প্রাণীকে বিক্রি বা খেয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন। রাজ্যের পরিবেশ বিভাগের তথ্যমতে, একটি জেব্রা এবং হরিণ বেচে দেয়া হয়েছে। এগুলো বিক্রি হয়েছে ব্যক্তিগতভাবে।
ফার্নান্দো রুইজ বলেছেন, ‘চারটি ছাগল জবাই করা হয়েছিল এবং চিড়িয়াখানার প্রাঙ্গনে রান্না করা হয়েছিল। বছরের শেষের পার্টিতে খাবার হিসাবে এগুলো পরিবেশন করা হয়।’
তিনি আরও বলেন, ‘এই মাংস ওই পার্টিতে খাওয়া লোকদের স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলেছে, কারণ এই প্রাণীগুলো মানুষের খাওয়ার জন্য উপযুক্ত ছিল না।’
গত ১২ জানুয়ারি একটি হরিণের মৃত্যুর পর চিড়িয়াখানাটির পরিচালকের পদ থেকে সরানো হয় নাভাকে। ওই ঘটনায় তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।