বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্যালিফোর্নিয়ায় চীনা নববর্ষ উদযাপনে গুলি, নিহত ১০

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ জানুয়ারি, ২০২৩ ১৭:৩২

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ একটি বিবৃতিতে জানায়, মন্টেরি পার্ক পুলিশের সঙ্গে ঘটনা তদন্তে কাজ করা হচ্ছে। এ হামলায় নয়জন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি এলাকায় চীনা নববর্ষের অনুষ্ঠানে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ১০ জন।

স্থানীয় সময় শনিবার রাতে মন্টেরি পার্ক এলাকায় এ হামলা চালানো হয় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ একটি বিবৃতিতে জানায়, মন্টেরি পার্ক পুলিশের সঙ্গে ঘটনা তদন্তে কাজ করা হচ্ছে। এ হামলায় নয়জন নিহত হয়েছেন।

ওই এলাকার স্ট্রিট ফুডের দোকানি সেউং ওন চোই বলেন, ‘তিনজন লোক এসে আমাকে বলে দ্রুত দোকান বন্ধ করো। তারা আমাকে জানিয়েছেন, এক ব্যক্তি মেশিগান নিয়ে দৌড়াচ্ছিলেন।’

তিনি বলেন, ‘সম্ভবত একটি ডান্স ক্লাবে হামলা হয়েছে। চন্দ্র নববর্ষের অনুষ্ঠান ঘিরে এই এলাকায় অনেক মানুষ জড়ো হয়েছিল। তাদের লক্ষ্য করে হামলা হতে পারে।’

মন্টেরি পার্ক এলাকায় প্রায় ৬১ হাজার মানুষ বাস করেন, যাদের বেশির ভাগই এশিয়ান বা এশিয়ান আমেরিকান।

বন্দুক সহিংসতা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছ। অস্ত্রের ব্যবহার নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভ জানায়, ২০২২ সালের নভেম্বর পর্যন্ত দেশটিতে ছয় শতাধিক বন্দুক হামলার ঘটনা ঘটে। এসব হামলায় ছয়শর বেশি মানুষ প্রাণ হারান।

এ বিভাগের আরো খবর