যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি এলাকায় ঢুকে গুলি ছুড়েছে বন্দুকধারীরা। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় রোববার রাত ১০টার দিকে লস অ্যাঞ্জেলেস থেকে ১৩ কিলোমিটার পূর্বে মন্টেরি পার্কে এই হামলা হয় বলে জানিয়েছে বিবিসি।
তাৎক্ষণিকভাবে গোলাগুলির তথ্য নিশ্চিত করলেও এতে হতাহতের সংখ্যা নিয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।
ওই এলাকায় স্ট্রিট ফুডের দোকানি সেউং ওন চোই বলেন, তিনজন লোক এসে আমাকে বলে দ্রুত দোকান বন্ধ করো। তারা আমাকে জানিয়েছেন, এক ব্যক্তি মেশিগান নিয়ে দৌড়াচ্ছিলেন।
তিনি বলেন, সম্ভবত একটি ডান্স ক্লাবে হামলা হয়েছে। চন্দ্র নববর্ষের অনুষ্ঠান ঘিরে এই এলাকায় অনেক মানুষ জড়ো হয়েছিল। তাদের লক্ষ্য করে হামলা হতে পারে।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে জানিয়ে স্থানীয় কর্তৃপক্ষ বলছে, পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে আছে।